২৪৫ রানের টার্গেট দিয়ে ফিল্ডিং এ টাইগাররা

আজ সোমবার ১১ নভেম্বর শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। দলের হয়ে সর্বোচ্চ ৯৮ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। মিরাজের ব্যাটে আসে ৬৬ রান।ইনজুরির কারণে এই ম্যাচ মিস করেছেন নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার মিলে অর্ধশত রানের জুটির দুর্দান্ত সূচনা করে টাইগাররা। । দলীয় ৫৩ ও ব্যক্তিগত ২৪ রানে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। সৌম্যের পরই আউট হন তানজিদ তামিম। ১৯ রান করে মোহাম্মদ নবির বলে ক্যাচ তুলে আউট হন তিনি।

পরবর্তীতে মাঠে আসেন মেহেদী মিরাজ। তার সাথে জুটি করতে ব্যর্থ হন জাকির হাসান ও তাওহিদ হৃদয়। দুজনের ব্যাটেই এ ম্যাচে রান আসে ৪ ও ৭ করে।

৭২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশকে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী মিরাজ উপহার দেন ১৪৫ রানের বিশাল জুটি। ব্যক্তিগত ৬৬ রানে আজমতউল্লাহ ওমরজাইয়ের দ্বিতীয় শিকারে পরিনত হন মিরাজ। জাকির আলী করেন ১ রান। নাসুম আহমেদ ফেরেন ৫ রানে।

ইনিংসের শেষ বলে শতরান থেকে মাত্র দুই রান দূরে থাকতে আউট হন মাহমুদউল্লাহ রিয়াদ। ৯৮ রানে রান আউটের শিকার হন তিনি।

আফগানিস্তানের পক্ষে ৩৭ রানের খরচায় ৪টি উইকেট তুলে নেন আজমতউল্লাহ ওমরজাই। এছাড়া ১টি করে উইকেট পান মোহাম্মদ নবি ও রশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *