উইন্ডিজের বিপক্ষে দল থেকে ছিটকে গেছেন শান্ত

গত রবিবার নাজমুল হাসান শান্ত কে ক্যাপ্টেন করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যবিশিশ্ট দল ঘোষণা করেছিল বিসিবি। কিন্তু পরবর্তীতে শান্তর বাদ পড়ে যাওয়ার খবর আসে। গত শনিবার (০৯ নভেম্বর) আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে কুঁচকিতে আঘাত পেয়েছিলেন শান্ত। তার আঘাতের পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল রিপোর্টে বিসিবি জানায়, সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলতে পারবেন না শান্ত।

শান্তর জায়গায় স্কোয়াডে শাহাদাত হোসেন দিপুকে যুক্ত করেছে বিসিবি। তিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। গত বছরের নভেম্বরেই নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক ঘটেছিল। দেশের হয়ে ইতোমধ্যে ৪ টেস্ট খেলেছেন তিনি। তবে সে সব ম্যাচে আস্থার প্রতিদান দিতে পারেননি। ৮ ইনিংসে মাত্র ১৪.৭৫ গড়ে করেছেন ১১৮ রান।
যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে গড়ে ৩১ এর উপরে রান আছে তার। ৩৩ ম্যাচে ৫৮ ইনিংস ব্যাট করে তুলেছেন ১৭৫২ রান। ক্যারিয়ারসেরা ১৫৯ রান। কিন্তু জাতীয় দলে সে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি তিনি। যার কারণে সবশেষ দুই সিরিজে সুযোগ পাননি। এবার তাকে সুযোগ করে দিয়েছে শান্তর ইনজুরি। এখন দেখার অপেক্ষা, আস্থার প্রতিদান কতটুকু দিতে পারেন তিনি।
দুই টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, মুমিনুল হক, মাহিদুল ইসলাম অঙ্কন, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

আগামী ২২ নভেম্বর স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে ক্যারিবীয়দের মোকাবিলা করবে বাংলাদেশ। এরপর ৩০ নভেম্বর সাবিনা পার্কে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *