একাই ১০ উইকেট তুলে নিয়ে অনন্য রেকর্ড গড়লেন আনশুল কম্বোজ

১৩ ও ১৪ নভেম্বর কেরালার ৮ জন ব্যাটারকে একাই ফিরিয়েছিলেন কম্বোজ।শুক্রবার (১৫ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শুরু আগে ১০ উইকেট শিকারের ইতিহাস হাতছানি দিচ্ছিল কাম্বোজকে। । আজ বাকি দুই উইকেট তুলে নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এ অনন্য রেকর্ড গড়লেন তিনি।রঞ্জি ট্রফিতে একক কোন বোলারের ইনিংসের সবগুলো উইকেট নেয়ার তৃতীয় ঘটনা এটি। অপরদিকে, আন্তর্জাতিক টেস্টে এই রেকর্ড রয়েছে মাত্র তিন বোলারের।

ম্যাচে তার বোলিং দুর্দান্ত। মাত্র ৪৯ রান খরচায় ১০ উইকেট নেন তিনি। যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা বোলিং ছিল। পেসার প্রেমাংশু এর পর এই প্রথম দেখা মিলল এমন রেকর্ডের। সেসময় সাবেক ভারতীয় পেসার প্রদীপ সুধীরাম এমন সাফল্যের দেখা পেয়েছিলেন। এর আগে ১৯৫৬-৫৭ মৌসুমে প্রথম পেসার হিসেবে আসামের বিপক্ষে এই মাইলফলক স্পর্শ করেন পেসার প্রেমাংশু চ্যাটার্জি।

১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৬ রানে ১০ উইকেট নেন ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার জিম লেকারের। আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম কীর্তিটি তার।এরপর ১৯৯৯ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় বোলার হিসেবে এই অনন্য রেকর্ডে নাম লেখান কুম্বলে। আর ২০২১ সালের ডিসেম্বরে ভারতের মাটিতে রেকর্ডটি পুনরাবৃত্তি করেন নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *