
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে গতকাল রাতের ম্যাচে লিওনেল মেসির দল নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে। দারুণ একটি বাইসাইকেল কিক ও এক মাথার গোল প্যারাগুয়েকে এনে দিয়েছে ঐতিহাসিক জয়।
প্রথমার্ধের নাটকীয়তা
ম্যাচের ১১ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লাওতারো মার্তিনেজ। এনজো ফার্নান্দেজের থ্রু পাস পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন ইন্টার মিলানের এই তারকা। কিন্তু ১৯ মিনিটেই প্যারাগুয়ে সমতায় ফেরে। গুস্তাভো ভেলেজকুয়েজের ক্রস থেকে আন্তোনিও সানাব্রিয়া একটি বাইসাইকেল কিকে অসাধারণ গোল করেন। গোলটি স্টেডিয়ামের দর্শকদের উল্লাসে ভাসিয়ে দেয়।
বিরতির পর আরও চাপে আর্জেন্টিনা
বিরতির ঠিক পরেই, ৪৭ মিনিটে ডিয়েগো গোমেজের ফ্রি-কিক থেকে হেডে গোল করেন প্যারাগুয়ের ডিফেন্ডার ওমর আলদেরেতে। পিছিয়ে পড়া আর্জেন্টিনা ম্যাচে ফেরার জন্য মরিয়া চেষ্টা করলেও কোনোভাবেই গোলের দেখা পায়নি। ম্যাচের ৬৯ মিনিটে রদ্রিগো দি পল গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। নির্ধারিত সময়ের তিন মিনিট আগে ভ্যালেন্তিন কাস্তেয়ানোস মেসির ক্রস থেকে হেড করলেও সেটি পোস্টের বাইরে দিয়ে যায়।
আর্জেন্টিনার প্রথম হারের পরিসংখ্যান
এই হারের ফলে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে আর্জেন্টিনা ১১ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও তাদের অবস্থান কিছুটা নড়বড়ে হয়ে গেছে। প্যারাগুয়ে এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে উঠে এসেছে। উল্লেখযোগ্য বিষয় হলো, দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয়বারের মতো ব্রাজিল ও আর্জেন্টিনাকে একই সংস্করণে হারাল প্যারাগুয়ে। এর আগে ২০১০ বিশ্বকাপ বাছাইয়ে তারা একই কীর্তি গড়েছিল।
পরবর্তী চ্যালেঞ্জ পেরুর বিপক্ষে
আগামী বুধবার সকালে আর্জেন্টিনা তাদের বাছাইপর্বের পরবর্তী ম্যাচে পেরুর মুখোমুখি হবে। মেসি ও স্কালোনি কেমন পরিকল্পনা নিয়ে মাঠে নামেন সেটিই এখন দেখার বিষয়।
দক্ষিণ আমেরিকার ফুটবল বাছাইপর্বে দিন দিন প্রতিযোগিতা বাড়ছে, আর প্যারাগুয়ের এই জয় সেটিকেই আরও একবার প্রমাণ করল।