বোম্বে হাইকোর্টের রায়: মুসলিম পুরুষদের চার বিয়ের অধিকার স্বীকৃত
ভারতের বোম্বে হাইকোর্ট সম্প্রতি এক আদেশে জানিয়েছেন, মুসলিম পুরুষেরা ধর্মীয় বিধি মেনে একসঙ্গে চারটি বিয়ে করতে পারেন এবং সেই বিয়েগুলোর নিবন্ধন করাতে পারেন। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বিতর্টক চলছিল।
বোম্বে হাইকোর্টের এই আদেশ মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার সংরক্ষণের দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ। এই সিদ্ধান্তের মাধ্যমে স্পষ্ট হলো, মুসলিম পুরুষেরা যদি তাদের ধর্মীয় বিধি মেনে একাধিক বিয়ে করেন, তবে তাদের সেই বিয়ের নিবন্ধনের অধিকার রয়েছে।
একজন মুসলিম পুরুষ, যিনি আলজেরিয়ার এক নারীকে তৃতীয় বিয়ে করেছিলেন, তাঁর বিয়ের নিবন্ধন আবেদন ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মহারাষ্ট্রের বিবাহ আইন অনুযায়ী খারিজ হয়েছিল। ওই আইন অনুসারে, একাধিক বিয়ের নিবন্ধনের সুযোগ নেই। থানে পৌর করপোরেশন তাঁর তৃতীয় বিয়ের নিবন্ধনের আবেদন প্রত্যাখ্যান করে। এরপর তিনি বোম্বে হাইকোর্টে আপিল করেন। আপিলের রায়ে মুসলামনদের ধর্মীয় বিধানকে গুরুত্ব দেয়া হয়।
বিচারপতি বিপি কোলাবাওয়ালা এবং সোমাশেখর সুন্দরেশন নেতৃত্বাধীন বেঞ্চ ১৫ অক্টোবরের শুনানিতে বলেন, মহারাষ্ট্রের বিবাহ আইন মুসলিম ধর্মীয় বিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়। মুসলিম পুরুষদের একাধিক বিয়ের নিবন্ধন থেকে বিরত রাখা ‘ভুল ধারণা’। কারণ ভারত পারিবারিক আইনগুলো যার যার ধর্ম অনুসারে হয়। বাংলাদেশ ও পাকিস্তানেও একই নিয়ম, যেটা ব্রিটিশ ভারত থেকে চলে আসছে।
আদালত উল্লেখ করেন, মুসলিম ধর্মীয় বিধানে একজন পুরুষের চারটি বিয়ে বৈধ, তবে শর্ত হলো প্রতিটি স্ত্রীর প্রতি সমান অধিকার এবং সন্মান নিশ্চিত করতে হবে। মহারাষ্ট্রের বিবাহ আইনে মুসলিম ধর্মীয় বিধানকে অস্বীকার বা পরিবর্তন করার কোনো বিধান নেই। এর আগেও থানে পৌর করপোরেশন ওই ব্যক্তির দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিয়ের নিবন্ধন করেছে।