আয়াতোল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মারাত্মক অসুস্থ বলে নিউইয়র্ক টাইমস গত অক্টোবর মাসের এক প্রতিবেদনে জানায়। এরপরে বিভিন্ন মিডিয়ায় জানিয়েছে যে, ৮৫ বছরের খামেনি কোমায় ছিলেন এবং এক গোপন বৈঠকের মাধ্যমে তার 55 বছর বয়সী ছেলে মোজতবা খামেনিকে তার নিজস্ব পদের জন্য মনোনীত করেছেন।
তবে অসুস্থতার খবরের মধ্যেই ১৭ নভেম্বর, গতকাল রোববার তার এক্স অ্যাকাউন্ট হতে একটি ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিতে খামেনির সঙ্গে লেবাননে নিযুক্ত থাকা ইরানি রাষ্ট্রদূত মোজতবা আমানিকে দেখা গিয়েছে।
পোস্টে লেখা ছিল, আজ দুপুরে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ খামেনি লেবাননের নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানির সাথে দেখা করেছেন।
ইসরায়েল গত সেপ্টেম্বরে লেবাননজুড়ে ওয়াকিটকি এবং পেজার বিস্ফোরণ ঘটিয়েছে। আহত হয়েছে ৩০০০ এর মতো এবং এদের মধ্যে আমানিও ছিল একজন।
এক বিবৃতিতে এক কর্মকর্তা জানিয়েছেন, আমানি তার স্বাস্থ্যের রিপোর্ট জানিয়েছেন খামেনিকে।
এদিকে ইরানের ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনেও বলা হয়েছে, খামেনির পর সম্ভাব্য উত্তরসূরী হিসেবে তিনজনকে নির্বাচিত করা আছে এবং এদের মধ্যে অন্যতম হলো খামিনির পুত্র মোজতবা খামেনি।