ইসরাইলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের অনুরোধ ৩ মার্কিট সিনেটর এর

জায়ানবাদী রাষ্ট্র ইসরাইলের কাছে জীবন বিধংসী অস্ত্র বিক্রি না করতে   ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন আমেরিকার ৩ জন সিনেটর। ইসরাইলের কাছে মার্কিন অস্ত্র বিক্রির নিন্দা প্রস্তাবে গতকাল (বুধবার) ভোটাভুটি পূর্বে সিনেটররা সাংবাদিকদের সাথে কথা বলেন।
বেশ কিছু প্রগতিশীল সিনেটর গাজায় দখলদার ইসরাইলের নৃশংসতায় সহযোগিতা করার জন্য মার্কিন সরকারের নিন্দা করেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধে মার্কিন সরকার মুখ্য ভূমিকা পালন করে আসছে।

প্রগতিশীল সিনেটর বার্নি স্যান্ডার্স এবং আরো কয়েকজন ডেমোক্র্যাট সিনেটর এই প্রস্তাব পাসের উদ্যোগ নিয়েছেন। স্যান্ডার্স সাংবাদিকদের বলেন, “গাজায় আজ যা ঘটছে তা বর্ণনাতীত।” তিনি গাজায় কয়েক হাজার বেসামরিক লোকের মৃত্যুর পাশাপাশি ভবন এবং অবকাঠামো ধ্বংসের দিকে ইঙ্গিত করেন।

ভার্মন্টের প্রতিনিধি বলেন, ” মার্কিন অস্ত্র এবং আমেরিকান করদাতাদের সহায়তায় ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা হচ্ছে যা গাজার পরিস্থিতিকে আরো বেদনাদায়ক করে তুলেছে।

কিন্তু মার্কিন সিনেটে ইসরাইলের পক্ষে জোরালো সমর্থন থাকার কারণে এই পদক্ষেপ ব্যর্থ হয়েছে।

পার্সটুডে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *