বলিউডে নেই ঐক্যবদ্ধতা,’অক্ষয় কুমার’

The Union Minister for Textiles and Information & Broadcasting, Smt. Smriti Irani presenting the Indian Film Personality of the Year Award to Bollywood legend Amitabh Bachchan, at the closing ceremony of the 48th International Film Festival of India (IFFI-2017), in Panaji, Goa on November 28, 2017.

সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিট ২০২৪-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং অজয় ​​দেবগন। অনুষ্ঠানে তারা দু’জনই বক্তব্য রাখেন এবং বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দক্ষিণের চারটি ফিল্ম ইন্ডাস্ট্রির থেকে কীভাবে আলাদা, সে বিষয়ে খোলামেলা আলোচনা করেছেন। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হিন্দুস্তান টাইমসের এন্টারটেইনমেন্ট অ্যান্ড লাইফস্টাইলের চিফ ম্যানেজিং এডিটর সোনাল কালরা’র সাথে কথোপকথনের সময় অভিনেতা ও প্রযোজক অক্ষয় কুমার এবং অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা ও উদ্যোক্তা অজয় ​​দেবগন বলিউডে সবার মধ্যে ঐক্যের অভাব বলে মন্তব্য করেছেন।

অজয় আরও বলেন, আমি সত্যিই দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলোর প্রশংসা করি। কারণ-ওই ইন্ডাস্ট্রিগুলোর শিল্পীরা একে-অপরের খোঁজ-খবর নেয় এবং যত্নশীল। এই কারণেই দক্ষিণের পুরো ইন্ডাস্ট্রি এখন অনেক সফল। সত্যি কথা বলতে গেলে, আমি নিজেও চাই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি দক্ষিণের মতো মিলেমিশে থাকুক।
ভারতের দক্ষিণী ৪টি ফিল্ম ইন্ডাস্ট্রি- তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নঢ়ে বলিউডের চেয়ে বেশি একতা রয়েছে। যার কারণে, দক্ষিণী ইন্ডাস্ট্রিগুলো সম্প্রতি বেশ ব্যবসা সফল।

কথোপকথনের এক পর্যায়ে অক্ষয় বলেছিলেন, ‘আমি একমত যে আমাদের খুব বেশি ঐক্য নেই। আমি জানি না অজয় ​​কি ভাবছে।’ এরপর অজয় যোগ করেছেন, ‘আমিও তাই মনে করি, এবং এই বিষয়ে আমি বহুদিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *