এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ড তানভীর তারেকের জুড়িতে

নিউইয়র্কের ম্যারিয়ট হোটেলের এক জমকালো আয়োজনে ‘এটিভি ইউএসএ আইকনিক অ্যাওয়ার্ডে’ সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত পরিচালক তানভীর তারেক। নারী উদ্যোক্তা এশা রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তিনি।

এ প্রসঙ্গে তানভীর তারেক বলেন, আমার কাছে যেকোনো পুরস্কারই নিজের কাজকে চ্যালেঞ্জ করে। নতুন তাড়না তৈরি করে যে, আমাকে এর চেয়ে আরও ভালো করতে হবে। এ নিয়ে আমার দ্বিতীয়বার আইকনিক অ্যাওয়ার্ড প্রাপ্তি।

তানভীর আরও বলেন, আয়োজনটি ছিল অসাধারণ, প্রতিটি পর্ব ছিল গোছানো। বাংলাদেশের শোবিজ নিয়ে আইকনিক অ্যাওয়ার্ডটি বিশ্বের বিভিন্ন দেশে ধারাবাহিকভাবে আয়োজিত হচ্ছে। তাই এর সাধুবাদ করতেই হয়।

মডেল কোরিওগ্রাফার পিয়াল হোসেনের পরিকল্পনা ও পরিচালনায় আইকনিক অ্যাওয়ার্ডের ৬ষ্ঠ আসর এটি। এর আগে, আয়োজনটি ঢাকায় ৩ বার ও কলকাতায় ২ বার অনুষ্ঠিত হয়েছে।

পরবর্তী ইভেন্ট অনুষ্ঠিত হবে কাতারে। অনুষ্ঠানটির আয়োজক হিসেবে ছিলেন পিয়াল হোসেন, লিটন আহমেদ ও হাসানুজ্জামান সাকী। প্রধান পৃষ্ঠপোষেক হিসেবে ছিলেন আশা গ্রুপ ও এটিভি ইউএসএ’র কর্ণধার আকাশ রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *