রাশিয়ার যুদ্ধবিমান দ্বারা বাধা যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান

বাল্টিক সাগর–সংলগ্ন অঞ্চল  রাশিয়ার কালিনিনগ্রাদ এর কাছে রাশিয়ার যুদ্ধবিমানের দ্বারা বাধার সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্রের দুইটি বি- ৫২ বোমারু বিমান। গত সোমবারে মার্কিন সামরিক উড়োজাহাজগুলি অংশ নিয়েছিল একটি মহড়ায়। তখন এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা।

 

এই সাগর অঞ্চলে যুক্তরাষ্ট্রের ২ টি বোমারু বিমান  অংশ নিয়েছিল এবং  ফিনল্যান্ডের সাথে যৌথ মহড়ায়। মহড়ার এক পর্যায়ে রাশিয়ার ২ টি সু-২৭ যুদ্ধবিমান বাধা দেয় সেগুলিকে। ২ দেশ যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড ন্যাটোর সদস্য যা পশ্চিমা সামরিক জোট। ফিনল্যান্ড এর সাথে রাশিয়ার সীমান্ত রয়েছে ১ হাজার ৩৪০ কিলোমিটার।

 

সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে দেশ দুটি হতে সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়াতে।  গত বৃহস্পতিবারে সেই জবাবেই মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মস্কো পাল্টা হামলা চালায় ইউক্রেনের উপর। এরপরে সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমানকে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।

 

যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার তথ্য অনুসারে, রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সামরিকভাবে পেশাদার এবং নিরাপদ বলেও মনে হয়েছে বলে জানিয়েছেন। সেজন্য যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো বাধা পেয়েও পূর্ব পরিকল্পিত পথ পরিবর্তন করার প্রয়োজন মনে করেনি।

 

সোমবার যুক্তরাষ্ট্রের বোমারু বিমান দুইটি ফিনল্যান্ডের আকাশসীমায় সেই দেশটির ‘এফ/এ-১৮সি’ যুদ্ধবিমানের সঙ্গে যৌথ মহড়ায় অংশগ্রহণ করে। ফিনল্যান্ডের বিমানবাহিনী রয়টার্সকে এই মহড়ার বিষয়ে একটি বিবৃতি দিয়েছে।

 

 সেই বিবৃতি অনুসারে, দেশটির প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার জন্য মহড়াটি চালানো হয়েছে বলে জানিয়েছে। তবে রাশিয়ার যুদ্ধবিমানের বাধা দেওয়া নিয়ে এই বিবৃতিতে কিছু উল্লেখ করা হয় নি।

 

রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। পরের বছর ফিনল্যান্ড সামরিক জোট ন্যাটোতে যোগ দেয় । ইউক্রেন যুদ্ধে যেসব ইউরোপের দেশগুলি কিয়েভের পাশে জোরালোভাবে দাঁড়িয়েছে  ফিনল্যান্ড হলো সেসব দেশের মধ্যে একটি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *