হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত নতুন সময় অনুযায়ী হজে যেতে ইচ্ছুকরা হজের নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার ২৮ নভেম্বর গত বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় এর উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
এই পর্যন্ত সরকারি এবং বেসরকারি মিলে সর্বমোট ঊনচল্লিশ হাজার সাতশ আটান্ন জন যাত্রী হজের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছে চার হাজার তিনশো ঊনসত্তর জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় পয়ত্রিশ হাজার তিনশো ঊননব্বই জন যাত্রী হজের জন্য নিবন্ধন করেছেন।
সময় বাড়িয়ে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালে হজ এজেন্সি, হজে গমনেচ্ছুক ব্যক্তি এবং হজ কার্যপ্রক্রিয়ায় সম্পৃক্ত ব্যাংকসহ সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমেই হজযাত্রীদের জন্য নিবন্ধনের সময় বৃদ্ধি করা হয়েছে আগামী পনেরো ডিসেম্বর ২০২৪ পর্যন্ত।
এই সময়ের মধ্যে তিন লক্ষ টাকা জমা দিয়ে নিবন্ধনের প্রাথমিক কাজ করা যাবে সেই সাথে হজ প্যাকেজের পুরো অর্থ পরিশোধের মাধ্যমে চূড়ান্তভাবে নিবন্ধন করার জন্য হজ যাত্রীদেরকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য যে, এই সময় শেষ হলে আর সময় বাড়ানো হবে নাহ।