রাজধানীতে ছিনতাইয়ের দুটি ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। গুলিস্তানে রাতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি মারা যান।
পল্টন থানার ওসি কাজী নাসিরুল আমিন জানান, ছিনতাইকারী হাতেনাতে ধরা পড়ার পর স্থানীয়রা তাকে পিটুনি দেন। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনও জানা যায়নি।
অন্যদিকে, মগবাজারে বিকেলে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. হাবিবুল্লাহ (১৯) নামে এক দোকান কর্মচারী আহত হন। হাতিরঝিল থানার তথ্যমতে, হাবিবুল্লাহ গ্রামের বাড়ি ময়মনসিংহ থেকে মগবাজার এসে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারীর ছুরির আঘাতে মাথায় গুরুতর জখম হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।