কমিউনিটির ল্যান্ডমার্ক মদিনা মসজিদ নির্মাণে ৭ মিলিয়ন ডলার প্রয়োজন

 

নিউইয়র্ক সিটির ম্যানহাটানের প্রাণকেন্দ্রে, জনবহুল লয়ার ইস্ট ভ্যালিতে মদিনা মসজিদটি বাঙালি মুসলিম কমিউনিটির এক ঐতিহ্যবাহী ল্যান্ডমার্ক। প্রায় ৫০ বছরের পুরনো এই মসজিদে, তীব্র ঠান্ডার মধ্যেও মুসল্লিরা নিয়মিত নামাজ আদায় করেন। বর্তমানে, মসজিদের নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে, তবে আরও ৭ মিলিয়ন ডলার প্রয়োজন। মসজিদ কর্তৃপক্ষ আশা করছে, ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় এই অর্থ সংগ্রহ সম্ভব হবে এবং রমজানের আগেই মসজিদটি পুনরায় পুরোপুরি কার্যক্রম শুরু করতে পারবে।

মদিনা মসজিদের নির্মাণ কাজ বর্তমানে বেইজমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলায় চলছে। মিস্ত্রিরা দ্রুত কাজ শেষ করার জন্য নিরলসভাবে পরিশ্রম করছেন। বর্তমানে, মসজিদের ভিতরে সকল কার্যক্রম বন্ধ রয়েছে। গত ২ ডিসেম্বর থেকে মসজিদের ভিতরে নামাজসহ অন্যান্য কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং জুম্মার নামাজ ম্যানহাটানের সেন্ট মার্ক চার্চে তিন জামাতে অনুষ্ঠিত হচ্ছে। মসজিদ কর্তৃপক্ষ আশা করছে, আগামী এক মাসের মধ্যে, সকলের সহযোগিতায়, মসজিদটি আবারও সচল হয়ে যাবে। এজন্য প্রথমে ২ মিলিয়ন ডলার প্রয়োজন, যা পেলে মসজিদটি রমজানের আগেই পূর্ণরূপে চালু করা সম্ভব হবে।

মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দিন এবং সাধারণ সম্পাদক এনায়েত হোসেন জালাল জানিয়েছেন, মদিনা মসজিদ ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি আমেরিকায় প্রতিষ্ঠিত প্রথম বাঙালি মুসলমানদের মসজিদ, যা নিউইয়র্ক সিটির দ্বিতীয় মসজিদ। রমজান মাসে মসজিদের পুনর্নির্মাণ কাজ শুরু হয়, এবং এখন আরও ৫ মিলিয়ন ডলার প্রয়োজন মসজিদের সংস্কার কাজ সম্পন্ন করতে।

মসজিদটির পাঁচ তলা ভবনে ১৬টি রেস্ট রুম, ২২টি ওজুখানা, একটি গোসলখানা, মৃত ব্যক্তির গোসলখানাসহ মৃতদেহ রাখার হিমায়িত ব্যবস্থা থাকবে। এছাড়া, মসজিদটির অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত, মুসলিম কমিউনিটির জন্য একটি প্রশান্তির স্থান হিসেবে পরিচিতি লাভ করবে। মসজিদের এই নির্মাণকাজ শেষ করার জন্য ৭ মিলিয়ন ডলার প্রয়োজন।

বর্তমানে, মসজিদের ভিতরের কার্যক্রম বন্ধ থাকলেও, মসজিদ কর্তৃপক্ষ দ্রুত বেসমেন্ট, ১ম ও ২য় তলা সম্পন্ন করার জন্য কন্ট্রাক্টরকে নির্দেশ দিয়েছে, যাতে মুসল্লিরা সুবিধামত নামাজ আদায় করতে পারেন। মসজিদ কর্তৃপক্ষ আবেদন করেছে, মুসলিম সম্প্রদায়ের কাছে এই মহান কাজে সহায়তা করার জন্য।

নিউইয়র্ক সিটির এই মসজিদে কর্মজীবী মানুষ নামাজের পাশাপাশি বিশ্রামও নেন। তাই এটি মুসলিম কমিউনিটির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছেন, যাদের দানে এই কাজ সম্পন্ন হবে, তারা যেন সদকায়ে জারিয়া হিসেবে www.nycmadinamasjid.org ওয়েবসাইটে অথবা Zelle মাধ্যমে 470-772-8323 নম্বরে সহায়তা পাঠান।

এছাড়া, মসজিদের কার্যক্রম পুনরায় চালু না হওয়া পর্যন্ত, প্রতি শুক্রবার ম্যানহাটনের সেন্ট মার্ক চার্চে জুম্মার নামাজের ব্যবস্থা করা হয়েছে। সেখানে ৩টি জামাত হবে: ১২টা ১৫ মিনিটে, ১টায়, এবং ১টা ৩০ মিনিটে। যদিও সেখানে অজু ও রেস্ট রুমের ব্যবস্থা নেই, মসজিদ কর্তৃপক্ষ মুসল্লিদের তাদের নিজস্ব ব্যবস্থায় অজু ও রেস্ট রুমের ব্যবস্থা করে নামাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।

মদিনা মসজিদ প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর দুজন কোরআনে হাফেজ দ্বারা তারাবির নামাজ পড়ানো হয়। এই বছরও একইভাবে তারাবি নামাজ অনুষ্ঠিত হবে। এছাড়া, আমেরিকায় জন্মগ্রহণকারী মুফতি মাহদি চৌধুরী বর্তমানে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

মসজিদ কর্তৃপক্ষ সকল মুসলমানদের সহযোগিতা কামনা করছে যাতে তারা সবার জন্য ইফতারের ব্যবস্থা করতে পারে, যেমনটি পূর্ববর্তী বছরগুলোতে করা হয়েছিল।

সুত্রঃ বাংলা পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *