সিরিয়ায় নির্বাচন আয়োজনে ৪ বছর সময় লাগতে পারে, বললেন শারা বাশার

 

আল-আসাদের পতনের পর সিরিয়ার ডি ফ্যাক্টো শাসক শারা বাশার আল-আসাদ জানিয়েছেন, সিরিয়ায় নির্বাচন আয়োজন করতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে। রোববার (২৯ ডিসেম্বর) সৌদি আরবের আল অ্যারাবিয়া টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি আরও জানিয়েছেন, তাহরির আল-শাম (এইচটিএস)-এর সশস্ত্র শাখা বিলুপ্তির পাশাপাশি সিরিয়ার সশস্ত্র বাহিনীকে একীভূত করারও প্রতিশ্রুতি দিয়েছেন।

সিরিয়ার অন্তর্বর্তীকালীন সময়ে সৌদি আরবের ভূমিকার প্রশংসা করে শারা বলেন, “সিরিয়ার জন্য সৌদি আরব যা করেছে, তার জন্য আমি গর্বিত।” তিনি জানান, সিরিয়ার ভবিষ্যতে সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং সিরিয়ার স্বাধীনতা আগামী ৫০ বছরের জন্য পুরো অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করবে।

ইরান ও রাশিয়া সম্পর্কিত মন্তব্যে শারা বলেন, “আমরা চাই না যে রাশিয়া সিরিয়ার সঙ্গে তার সম্পর্ক থেকে অনুপযুক্ত উপায়ে বেরিয়ে যাক।” এছাড়া, তিনি যোগ করেন, “ইরানের উচিত ছিল সিরিয়ার জনগণের পক্ষ নেওয়া।”

আল-শারা আরও জানান, তারা ইতিমধ্যেই একটি জাতীয় সংলাপ সম্মেলনে হায়াত তাহরির আল-শাম বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন।

ইত্তেফাক/এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *