হাঁড়কাপানো শীতে স্থবির জনজীবন

 

নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে শীতের তীব্রতা বাড়ছে এবং তুষারপাতও অব্যাহত রয়েছে। ২১ ডিসেম্বর শনিবার নিউইয়র্ক সিটিতে তুষারপাত ও বৃষ্টিপাতের সঙ্গে হাঁড়কাপানো শীতের কারণে জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়। আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই অবস্থা চলতে পারে আগামী সপ্তাহজুড়ে। নিউইয়র্কের আপস্টেট অঞ্চলের বিভিন্ন অংশে তীব্র বাতাসের কারণে মারাত্মক অবস্থা সৃষ্টি হয়েছে, বিশেষত অ্যালগ্যানি, চাত্তারাউগান, কেউগা, চাউতাউকুয়া, এরি, গেনেসি, জেফারসন, লুইস, লিভিংস্টোন, মনরো, নায়াগ্রা, ওনটারিও, অরলিনস, অসওয়েগো এবং অয়োমিং এলাকায়। এসব এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ মাইল পর্যন্ত পৌঁছেছে, যা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে এবং এক ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে।

নিউইয়র্ক স্টেট গভর্নর ক্যাথি হোকুল বলেন, “আমি ও আমার প্রশাসন আবহাওয়ার পূর্বাভাসের দিকে নজর রাখছি। এই সময় আমাদের সতর্ক থাকতে হবে যেন আমাদের প্রিয়জনরা উষ্ণ পরিবেশে থাকতে পারেন।” চলতি সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শীতের তীব্রতা আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে। ২৩ ডিসেম্বর নিউইয়র্ক সিটিতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি ফারেনহাইট (মাইনাস ১২ ডিগ্রি সেলসিয়াস)। ২৪ ডিসেম্বর তুষারপাতের আশঙ্কা ৮০ শতাংশ এবং ২৮ ডিসেম্বরেও তুষারপাত হতে পারে। ২৯ ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় ঠাণ্ডাজনিত রোগ বাড়ছে। বিশেষত শিশু ও বয়স্কদের জন্য এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ। চিকিৎসকরা শীতকালে শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি বলে সতর্ক করেছেন। শীতকালে সাধারণত সর্দি, কাশি, অ্যাজমা এবং কোল্ড অ্যালার্জি বেড়ে যায়। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য শীতকাল খুব জটিলতা তৈরি করতে পারে। ভাইরাসজনিত রোগ এসব গোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। তাই তাদের স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ অসাবধানতার কারণে বড় সমস্যা দেখা দিতে পারে।

বায়ুবাহিত রোগ জীবাণু শীতকালে সহজেই ছড়িয়ে পড়ে, যা শিশুদের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। শীতকালীন অসুখের মধ্যে কাশি, অ্যাজমা, সাময়িক জ্বর এবং কোল্ড অ্যালার্জি অন্যতম। বাতাসে ধুলাবালি বেশি থাকায় অনেকের শ্বাসকষ্ট এবং অ্যালার্জি দেখা দেয়। শিশু ও বয়স্কদের জন্য কাশি এবং কোল্ড অ্যালার্জির মতো সমস্যা আরও বাড়তে পারে, যা সময়মতো শনাক্ত না হলে নিউমোনিয়া হতে পারে। অত্যধিক ধুলা এবং দূষিত বাতাসও শিশুদের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া সৃষ্টি করতে পারে। শিশুদের ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করাতে হবে, কারণ হাত না ধুলে সর্দি, কাশি ও নিউমোনিয়ার জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ে।

বয়স্কদের ক্ষেত্রে, শীতকাল তাদের জন্য আরও বেশি ঝুঁকিপূর্ণ কারণ তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। ঠাণ্ডা আবহাওয়ায় শ্বাসকষ্ট বা শ্বাসনালীর প্রদাহ বৃদ্ধি পায়, যা তাদের জন্য সমস্যা তৈরি করতে পারে। এজন্য বয়স্কদের ঠাণ্ডা থেকে দূরে থাকতে এবং যথাযথ যত্ন নিতে পরামর্শ দেওয়া হচ্ছে।

সুত্রঃ ঠিকানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *