ভুলবশত মন্দিরের দান বক্সে আইফোন পড়ে গেল ফেরত দেবে না কর্তৃপক্ষ

গত মাসে ভারতের তামিলনাডুর থিরিপুরুরের আরুল মিশু কান্দা স্বামী মন্দিরে দীনেশ নামের এক ব্যক্তির ভুলবশত মন্দিরের দান বক্সে টাকা দেয়ার সময় আইফোন পড়ে যায়।২১ শে ডিসেম্বর এনডিটিভি থেকে জানা যায় যে সেই আইফোন দিতে রাজি নন মন্দিরের কর্তৃপক্ষ। তারা বলে দুই মাসে একবার দানবক্সে খোলা যায়। সেই হিসেবে গত শুক্রবার দান বক্সটি খোলা হয় তখন সেই ভক্ত সেখানে হাজির হলে মন্দির কর্তৃপক্ষ বলে কোন কিছু দানবক্সে পড়লে সেটা ভগবানের হয়ে যায়।

পরিবার নিয়ে দীনেশ গিয়েছিলেন তামিলনাডুর সেই মন্দিরে।কিন্তু প্রনামি দেওয়ার সময় হাত ফসকে তার মূল্যবান আইফোন টি পড়ে যায়। তিনি সাথে সাথে মন্দিরের কর্তৃপক্ষের কাছে ছুটে যান।তখন কর্তৃপক্ষ বলে ফোনটি নৈবেদ্য হিসেবে গ্রহণ করা হয়েছে।

পিটিআইএ সংবাদ সংস্থা থেকে জানা গিয়েছে মন্দিরের একজন কর্মী জানিয়েছে ১৯৭৫ এর ইন্সটলেশন হুন্ডিয়াল রুলস সেফ গার্ডিং ও একাউন্টিং এর তত্ত্ববোধানে মন্দিরের দান বক্সে একবার দিলে সেটা আর কোনো অবস্থাতেই ফেরত দেয়া হয় না। সেগুলো তখন মন্দিরের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।

দীনেশ তার ফোন টি নেওয়ার জন্য ওই মন্দিরের অধিকারীদের কাছে অনুরোধ করলে তারা তার অনুরোধ প্রত্যাখ্যান করে। চ্যারিটেবল এনডাউমেন্ট ও হিন্দু ধর্মীয় বিভাগের মন্ত্রী পি কে সেকার বাবু বলেন সংগ্রহ বক্সে কোন কিছু জমা করা হলে বা ভুলক্রমেও কোন কিছু আসলে সেটা আর ফেরত দেয়া হয় না সেটাই ঈশ্বরের অ্যাকাউন্টে চলে যাই।

এছাড়াও মন্ত্রী আরো বলেন ক্ষতিপূরণ দেওয়ার কোন সুযোগ আছে কিনা এই নিয়ে তিনি অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। এছাড়াও মন্দিরের কর্তৃপক্ষ দীনেশ কে সিম কার্ড উঠিয়ে নেয়ার নির্দেশনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *