বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই যে ড. ইউনূস একজন প্রাজ্ঞ ব্যক্তি। জুলাই-আগস্টের বিপ্লবের পর সকলেই তার প্রতি সমর্থন প্রকাশ করেছেন। জনগণ তার প্রতি বিশ্বাস রাখে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলা পরিষদের মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের বিভাগীয় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে ভিন্ন কোনো উদ্দেশ্যে কাজ করে, তবে জনগণ তা মেনে নেবে না।
রুহুল কবির রিজভী বলেন, দেশে এখনো চাল, ডাল, আর চিনির মূল্য কমেনি। সোনালি মুরগির দাম বেড়ে গিয়ে ৩২০ থেকে ৩৫০ টাকায় দাঁড়িয়েছে। দেশে একসময় প্রচুর আলু উৎপাদন হতো, এবং মৌসুমে আলুর দাম তিন-চার টাকা কেজির মধ্যে সীমাবদ্ধ থাকত।
তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনের কারণে গতবার ভারত থেকে আলু আমদানি করতে হয়েছিল। যদি এবারও আলু আমদানি করা হয় এবং কেজি প্রতি এর মূল্য ৭৫ থেকে ৮০ টাকা হয়ে যায়, তাহলে জনগণ প্রশ্ন তুলবে— ড. ইউনূসের সরকারের প্রতি সমর্থন জানিয়ে কি কোনো লাভ হয়েছে?
নির্বাচন নিয়ে তিনি বলেন, অনেকে আনুপাতিক নির্বাচনের কথা বলছেন। কিন্তু এটি আসলে কীসের জন্য প্রয়োজন? সাধারণ মানুষ কি এটি বুঝতে পারে? তৃণমূলের জনগণ কি আনুপাতিক পদ্ধতির ধারণা রাখে? মানুষ একটি দলকে ভোট দেয়, আর সেই দল ঠিক করবে কে সংসদ সদস্য হবে— এটা কি আদৌ গ্রহণযোগ্য? এর ফলে তো দলে কেনা-বেচা আরও বাড়বে।
তার ভাষ্য, একজন ব্যক্তি জনপ্রিয়তার কারণেই জনগণের ভোটে নির্বাচিত হন। এই দেশে মানুষ তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অভ্যস্ত। তাই ভোটাধিকার হরণ করার অধিকার কারও নেই।
রিজভীর মতে, যেসব দল জনগণের ভোটে বেশি সমর্থন পায় না, তারাই আনুপাতিক নির্বাচনের প্রস্তাব নিয়ে আসে। তিনি বলেন, এটি মূলত তাদের একটি কৌশল যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। দেশের মানুষ এমন ষড়যন্ত্র মেনে নেবে না। কেউ যদি এই পদ্ধতি নিয়ে ষড়যন্ত্র করতে চায়, তবে জনগণই তা প্রতিহত করবে।
অনুষ্ঠানের বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান বিশ্বাস, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, এবং ওলামা দলের আহ্বায়ক কাজী মাওলানা মো. সেলিম রেজা। সভাপতিত্ব করেন জেলার আহ্বায়ক তাজ উদ্দিন খান। এছাড়াও বিভাগীয় বিভিন্ন জেলা থেকে ওলামা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জি নিউজ মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে: সিএ প্রেস উইং ফ্যাক্টস