পাকিস্তানের কাছে ব্যালিস্টিক মিসাইল চাইছে বাংলাদেশ

 

বাংলাদেশের ভূ-রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের ফলে দক্ষিণ এশিয়ায় নতুন এক শক্তির ভারসাম্য তৈরি হচ্ছে। প্রতিবেশী ভারতর সঙ্গে উত্তেজনা বাড়ানোর পর, বাংলাদেশের পক্ষ থেকে পাকিস্তানের কাছে ৪০০ কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাওয়ার অনুরোধ জানানো হয়েছে। ভারতের গণমাধ্যম মানি কন্ট্রোল এক প্রতিবেদনে এ দাবি জানিয়েছে।

৩০ ডিসেম্বর (সোমবার) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানকে বাংলাদেশের পক্ষ থেকে স্বল্প-পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য অনুরোধ করা হয়েছে। এটি ভারতের নিরাপত্তার জন্য বড় এক হুমকি হয়ে উঠতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং (আইডিআরডব্লিউ)’ তাদের প্রতিবেদনে দাবি করেছে, বাংলাদেশ এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতকে মোকাবিলা করার জন্য ব্যবহার করতে চায়। স্বল্প-পাল্লার এসব ক্ষেপণাস্ত্র বাংলাদেশের জন্য ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে নিশানা করার সুযোগ তৈরি করবে।

আইডিআরডব্লিউ আরও উল্লেখ করেছে, পাকিস্তান থেকে এই কৌশলগত ক্ষেপণাস্ত্রগুলোর আগমন বাংলাদেশের সামরিক শক্তির গতিশীলতা পরিবর্তন করবে এবং এর প্রভাব দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিতে পড়বে।

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আবদালি (হাতফ-২) ক্ষেপণাস্ত্রের ওজন ১,৭৫০ কেজি এবং এতে একক পর্যায়ের কঠিন প্রপেলান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়।

বর্তমানে পাকিস্তানের কাছে ছয়টি পারমাণবিক ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে। এর মধ্যে রয়েছে— আবদালি (হাতফ-২), গজনভি (হাতফ-৩), শাহিন-১/এ (হাতফ-৪), নাসর (হাতফ-৯), ঘৌরি (হাতফ-৫) এবং শাহিন-২ (হাতফ-৬)।

ঠিকানা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *