যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকালে ব্রুকলিনের একটি পাতালট্রেনে এক নারীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর তার মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, নারীটি সম্ভবত ঘুমন্ত অবস্থায় ছিলেন। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয় সময় সকাল সাড়ে ৭টার দিকে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে ঘটনাটি ঘটে। ওই নারী তখন ট্রেনের ভেতরে নিরবিচারে বসে ছিলেন। হঠাৎ এক ব্যক্তি শান্তভাবে তার কাছে এসে লাইটার দিয়ে তার পোশাকে আগুন ধরিয়ে দেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার আগে দুজনের মধ্যে কোনো বাকবিতণ্ডা হয়নি। এমনকি, তারা একে অপরকে আগে থেকে চিনতেন বলেও মনে হয় না। ঘটনার পর ট্রেনে টহলরত কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান, কিন্তু ততক্ষণে অভিযুক্ত ব্যক্তি ট্রেন থেকে নেমে পালিয়ে যান।
এক প্রত্যক্ষদর্শী তার মুঠোফোনে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এতে দেখা যায়, আগুনের শিখা জ্বলছিল, আর কিছু দূরে একটি বেঞ্চে ধূসর রঙের হুডি পরা এক ব্যক্তি বসে ছিলেন। পরে গ্রেপ্তার হওয়া ব্যক্তির পরনেও একই পোশাক পাওয়া গেছে।
তবে পুলিশ প্রথমে ওই ব্যক্তিকে সন্দেহের চোখে দেখেনি। তখন তারা মূলত নারীকে সাহায্য করতেই তৎপর ছিলেন।
ঘটনার পরপরই কর্মকর্তারা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নেভান। জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলেই ওই নারীকে মৃত ঘোষণা করেন। দ্রুত তদন্ত শুরু করে পুলিশ সন্দেহভাজন ব্যক্তিকে ট্রেনের কাছ থেকেই গ্রেপ্তার করে।
পুলিশ এখনও নিহত নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি। একই সঙ্গে হামলার কারণ অনুসন্ধান চলছে।
নিউইয়র্ক সিটির পাতালট্রেনে প্রতিদিন প্রায় ৪০ লাখ মানুষ যাতায়াত করে। যদিও সেখানে সহিংস অপরাধের হার তুলনামূলক কম, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছে।
২০২৪ সালের নভেম্বর পর্যন্ত পাতালট্রেনে ৯টি হত্যাকাণ্ডের ঘটনা নথিভুক্ত হয়েছে, যেখানে ২০২৩ সালের একই সময়ে ৫টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল। পুলিশ ও স্থানীয় প্রশাসন নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করছে।