একাধিক রাজ্যে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ অন্তত ২৩৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গতকাল বুধবার (১ জানুয়ারি) দেশটির সেলাঙ্গর, জোহর ও পাহাং রাজ্যে এই অভিযান চালানো হয়।
এদের মধ্যে সেলাঙ্গর রাজ্যের সেরি কেমবাঙ্গান এলাকার একটি শপিং কমপ্লেক্স থেকে ৮০ জন, জোহর রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইত থেকে ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন এবং পাহাং রাজ্যের কোয়ানতান শহর থেকে ৪৯ জন অভিবাসীকে আটক করা হয়।আটকদের মধ্যে ইন্দোনেশিয়া, মায়ানমার, ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছেন।
জোহর রাজ্যের অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ রুশদি মোহাম্মদ দারুস বলেন, রাজ্যের মাসাইয়ের একটি নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৬৪ বাংলাদেশিসহ ১০৫ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তদন্ত এবং পরবর্তী ব্যবস্থা নিতে আটককৃতদের জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে
এদিকে সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন এক বিবৃতিতে বলেন, গোয়েন্দা তথ্যের ভিওিতে অভিযান চালিয়ে এসব অবৈধ অভিবাসীদের আটক করা হয়। সেলাঙ্গর থেকে আটক ৮০ জনই পুরুষ। তবে কতজন বাংলাদেশি রয়েছে তা বিবৃতিতে জানানো হয়নি।
তিনি আরও বলেন, অভিবাসন আইন অনুযায়ী যার মধ্যে বৈধ পাস বা পারমিট নেই এবং অনুমোদিত সময়ের চেয়ে বেশি সময় থেকেছেন তাদের আটক করা হয়েছে। আটককৃতদের এনফোর্সমেন্ট অফিসে নিয়ে যাওয়া হয়েছে।