রাজধানীর গাবতলীর দ্বীপনগরে জমি নিয়ে বিরোধের জেরে ‘পিটিয়ে’ হত্যা

রাজধানীর গাবতলীর দ্বীপনগরে জমি নিয়ে পূর্বের বিরোধের জেরে মুকুল শেখ (৩৭) নামের এক ব্যক্তি মারধরের শিকার হয়ে নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই একই ঘটনায় তাঁর ভাই রাব্বানি শেখও আহত হন।

রাব্বানি শেখ জানান, বুধবার রাতে এ হামলার ঘটনা ঘটে। তিনি নিজে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে থেকে ফিরে এসেছেন।

মুকুলের মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মুকুলের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তাঁর বাবার নাম দুলাল শেখ। জীবিকা নির্বাহের জন্য তিনি দিনমজুর হিসেবে কাজ করতেন।

রাব্বানি আরও বলেন, তাঁরা মিরপুরের গাবতলী এলাকায় দিনমজুরের কাজ করতেন। গ্রামের বাড়িতে প্রতিবেশীদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে তাঁদের বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই বুধবার রাত ৮টার দিকে দ্বীপনগর এলাকায় ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁদের পথ আটকে মারধর শুরু করে। এতে মুকুল গুরুতরভাবে আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত ১০টা ৫০ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মুকুলের পরিবারে স্ত্রী, এক ছেলে এবং এক মেয়ে রয়েছে, যারা বর্তমানে তাঁদের গ্রামের বাড়িতে বসবাস করছেন।

লালবাগে একটি রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *