ইতালিতে ধূমপানে নিষেধাজ্ঞা জারি

ধূমপানে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে ইতালির সরকার। ( ১লা জানুয়ারী) বুধবার থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানা যায়। ফলে ইতালির রাজধানী মিলানে ধূমপানীয়দের রাস্তায় যে কোন জনাকীর্ণ আর্থিক ও ফ্যাশন পাবলিক প্লেসে ধূমপান করলে দিতে হবে জরিমানা।

এমনি এক প্রতিবেদনে গত বুধবার এই তথ্য জানায় এএফপি বার্তাসংস্থা।

বার্তা সংস্থা থেকে আরো জানা যায়, ইতালি উওরাঞ্চলীয় এই শহরটিতে যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদেরকে ৪০ থেকে ২৪০ ইউরো পযন্ত জরিমানার সম্মুখীন হতে হবে। যার পরিমাণ বাংলাদেশী টাকা ত্রিশ হাজার টাকা। এমন বিধান শহরের সকল বাসিন্দা কঠোর বলে বিবেচনা করছে,যা তারা মানতে পারছে না।

নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে মরগান ইশাক (৪৬) নামে স্থানীয় এক ব্যাক্তি বার্তাসংস্থার এএফপিকে জানান, আমার মনে হয় এই নতুন আইনটি একটু বেশি বাড়াবাড়ি হচ্ছে।

যে কেউ তার নিজ বাড়ির ভেতরে , শিশু, বয়স্ক ব্যাক্তির সামনে ধূমপান না করতে রাজি হবে। কিন্তু বাইরে ধূমপান নিষিদ্ধ করা মানে একজন ব্যাক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়ে যায়, যা ব্যাক্তির স্বাধীনতা কে সীমিত করে।

এই নতুন আইন অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই আইন কঠোর ভাবে কার্যকর করা হয়েছে। সমস্ত রাস্তা সহ পাবলিক প্লেসে থেকে শুরু করে জনসম্মুখে জায়গা গুলোতে এই আইন চলমান থাকবে। তবে কিছু কিছু জায়গা গুলোতে যেখানে অন্য লোকদের থেকে ধূমপানীদের দূরত্ব নিম্নে ১০ মিটার বজায় রাখা সম্ভব হবে, ঐ জায়গা গুলো তে ধূমপান করা যাবে।

অন্যা এক বিবৃতিতে স্থানীয় এক কর্মকর্তা জানান, এই আইন ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো শহরের বাতাসকে দূষণ মূক্ত করা, বাতাসের গুনমান বৃদ্ধি করা, পাবলিক প্লেস গুলোকে ধূমপান মুক্ত রাখা, নাগরিক স্বাস্থ্য সুরক্ষা করাসহ শিশুদের সুস্বাস্থ্যের নিশ্চিত করা ও শ্বাসকষ্ট থেকে রক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *