প্রেমিকার সঙ্গে ঝগড়া রাগের বশে প্লেন থেকে লাফ দিতে চাইলেন প্রেমিক

বিমানের ভেতরে প্রেমিকার সঙ্গে ফোনে ঝগড়া করতে করতে এমন পরিস্থিতি তৈরি হলো যে, প্রেমিক লাফ দেওয়ার জন্য প্লেনের জরুরি দরজা খুলে ফেলার চেষ্টা করেন!

মঙ্গলবার সন্ধ্যায় বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুয়ের্তো রিকোর সান জুয়ানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল জেটব্লু ফ্লাইট ১৬১। উড্ডয়নের মুহূর্তে এই অপ্রত্যাশিত ঘটনা ঘটে।

বিমানের যাত্রী ওই ব্যক্তি তার প্রেমিকার সঙ্গে ফোনে তর্কে জড়িয়ে পড়েন। প্রেমিকার কথায় ক্ষিপ্ত হয়ে তিনি হঠাৎ জরুরি বহির্গমন দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। বিমানের ক্রুরা দ্রুত ব্যবস্থা নেওয়ার আগেই পরিস্থিতি উত্তেজনাকর হয়ে ওঠে।

এফবিআই সদস্যরা তৎক্ষণাত বিমানে প্রবেশ করে ওই ব্যক্তিকে আটকায়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে ফ্লাইটটির উড্ডয়ন বেশ কিছুটা সময়ের জন্য বিলম্বিত হয়।

ম্যাসাচুসেটস বিমানবন্দর কর্তৃপক্ষ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে, তবে এই ঘটনায় অন্যান্য যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রেমিকার সঙ্গে ঝগড়ার জেরে এমন একটি নাটকীয় পরিস্থিতি তৈরির ঘটনা বিমানের ইতিহাসে বেশ বিরল। এটি অনেকের কাছেই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে—রাগ সামলাতে না পারার পরিণতি কী হতে পারে, এই ঘটনাই তার একটি বড় উদাহরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *