সাপের বিষ পেটে গেলে মানুষ মারা যায় কি?

সাপের বিষের কথা মনে হলেই ভয় লাগে তবে সাপের কামড়ে মানুষ মরলে সেটি বিষের প্রভাবে। কিন্তু প্রশ্ন হল সাপের বিষ মানুষের পেটে গেলে কি মানুষ মারা যাবে? মারা যায় না কিন্তু পরিস্থিতি এবং সাপের প্রকারভেদ অনুযায়ী বিষয়টি কঠিন হয়ে দাঁড়ায়।

সাপের বিষ হলো একপ্রকারের প্রোটিন সমৃদ্ধ রাসায়নিক মিশ্রণ। বিষ সাপ শিকারের জন্য কিংবা আত্মরক্ষায় ব্যবহৃত হয়। সাপ কাউকে কামড়ালে তার বিষ দাঁত দিয়ে রক্তপ্রবাহে প্রবেশ করে সরাসরি। বিষের মধ্যে বিভিন্ন উপাদান থাকে যেগুলি নানাভাবে শরীরের ক্ষতি করেরক্ত জমাট বাঁধা, কোষ ধ্বংস বা স্নায়ুতন্ত্রের ক্ষতির মাধ্যমে।

এই কারণগুলির জন্য সাপের কামড়ে ফল হতে পারে মারাত্মক।

তবে সাপের বিষ খেলে ম সেই বিষ মুখ দিয়ে প্রবেশ করে পাকস্থলীতে। আমাদের পাকস্থলীতে রয়েছো এসিড এবং এনজাইম সেই বিষকে ভেঙে করে দেয় সাধারণ প্রোটিন। এতে অধিকাংশ সময়, সাপের বিষ খেলেও সেটি বিপজ্জনক হয় না। ফলে বিষ সরাসরি রক্তে প্রবেশ করতে পারে না।

মূলত সাপের বিষের বিষক্রিয়া কাজ করে রক্তপ্রবাহের মাধ্যমে, তাই খাবার খাওয়ার পর খেলে বড় ক্ষতি হয় না।

কারো মুখের ভেতরে যদি ক্ষত থাকে যেমন- মাড়ির ক্ষত কিংবা পেটের কোনো ক্ষত, এতে সরাসরি রক্তে বিশ প্রবেশ করতে পারে এবং ক্ষতিও হতে পারে। কিন্তু এইরকম ঘটনা খুব বিরল। অধিকাংশ মানুষের বিষ খাওয়ার পর সেটি পাকস্থলীতে গিয়ে হজম হয়ে যায় এবং শরীরের তেমন কোন ক্ষতি করতে পারে না। কিন্তু এমন পরিস্থিতি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

আবার সব সাপের বিষ কিন্তু একইরকম নয়। কিছু সাপের বিষ একেবারে স্নায়ুতন্ত্রে আক্রমণ করে থাকে (নিউরোটক্সিন), যেমন মাম্বা বা কোবরা সাপের বিষ। এগুলি পেশির কার্যক্ষমতা বন্ধ করতে পারে। আবার কিছু সাপের বিষ আছে যেগুলি রক্তপ্রবাহে আক্রমণ করে থাকে (হেমোটক্সিন), যেমন র‍্যাটলস্নেক বা ভাইপার বিষ। এই বিষগুলি কোষকে ধ্বংস করে বা রক্ত জমাট বাঁধতে দেয় না। এই পার্থক্যেগুলির জন্য, বিষের প্রভাবও আলাদা হতে পারে। তবুও, বিষ পাকস্থলীতে পৌঁছালে সাধারণত কোন বিপদ হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *