গ্রেপ্তারের সময় ছুরিকাঘাতে আহত হয়েও পুলিশ কর্মকর্তা ‘চাঁদাবাজ’কে ধরতে পিছপা হননি

রাজধানী ভাটারা এলাকায় চাঁদাবাজির খবর পেয়ে সেখানে উপস্থিত হয় পুলিশের একটি টিম। এই টিমের মধ্যে ছিলেন ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএএসআই) মেসবাহ উদ্দিন। ঘটনাস্থলে পৌঁছানোর পর, এক ‘চাঁদাবাজ’কে আটক করতে গেলে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তবে রক্তে ভেসে গেলেও মেসবাহ হাল ছাড়েননি। তিনি জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।

গতকাল বুধবার সন্ধ্যায় ভাটারা থানার জে-ব্লক এলাকায় এই ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মোবারক হোসেন, যিনি নাফিজ নামেও পরিচিত। পুলিশের তালিকায় তাকে চাঁদাবাজ এবং ছিনতাইকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল সন্ধ্যায় ভাটারা থানার এলাকায় বিশেষ অভিযান চলছিল, যেখানে চাঁদাবাজ, ছিনতাইকারী এবং মাদক বিক্রেতাদের ধরার চেষ্টা করা হচ্ছিল। ওই সময় থানার টহল দল জানতে পারে, মোবারক হোসেন তার কয়েকজন সহযোগীকে নিয়ে চাঁদা সংগ্রহ করছেন। এই তথ্য পাওয়ার পর, এএসআই মেসবাহ উদ্দিনসহ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। গ্রেপ্তারের চেষ্টা করার সময় মোবারক হোসেন এএসআই মেসবাহকে ছুরিকাঘাত করেন, যার ফলে তার বাঁ চোখে গুরুতর ক্ষত হয়। তবুও, মেসবাহ মোবারককে আটক করতে সফল হন। এ সময় মোবারকের সহযোগীরা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, আহত এএসআই মেসবাহ উদ্দিনকে প্রথমে বারিধারার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এরপর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। মেসবাহর সাহসিকতার জন্য আইজিপি বাহারুল আলম তাঁকে বিপিএম (সাহসিকতা) পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন, এবং ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী তাৎক্ষণিক ২০ হাজার টাকা পুরস্কৃত করেছেন।

পুলিশের নথি অনুযায়ী, মোবারক হোসেন ভাটারা থানার ছিনতাই মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তিনি স্থানীয় চিহ্নিত ছিনতাইকারী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। গতকালের ঘটনার পর, তাঁর ও পলাতক সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।

এএসআই মেসবাহ উদ্দিন বলেন, “জনগণের নিরাপত্তায় আমি সবসময় দায়িত্ব পালন করি। গুরুতর আঘাত সত্ত্বেও জীবন ঝুঁকি নিয়ে তাঁকে গ্রেপ্তার করেছি এবং ভবিষ্যতেও দায়িত্ব পালনে সদা তৎপর থাকব।”

গাইবান্ধায় ইউপি সদস্য নিহত হয়েছে পারিবারিক কলহ মিটাতে গিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *