ভারতীয় কর্মীদের ভিসা প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে সৌদি আরব যেতে ইচ্ছুক ভারতীয় নাগরিকদের পেশাগত দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতা যাচাইয়ের জন্য বিশেষ প্রাক-পরীক্ষার মুখোমুখি হতে হবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে ভারতীয় দূতাবাস। সৌদিতে কাজের ভিসার ক্ষেত্রে নতুন এই নিয়ম আজ থেকেই কার্যকর হচ্ছে।
ভারতীয় দূতাবাসের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কাজের ভিসা পেতে হলে পেশাগত যোগ্যতার প্রমাণ দাখিল বাধ্যতামূলক।” এর ফলে ভারতীয় কর্মীদের তাদের দক্ষতা ও অভিজ্ঞতা নিয়ে পরীক্ষা দিতে হবে, যা আগে কখনও এতটা গুরুত্ব পায়নি।
ছয় মাস আগে এই পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেছিল সৌদি আরব। মূলত দেশটিতে দক্ষ কর্মী সংখ্যা বৃদ্ধি এবং অদক্ষ কর্মীদের প্রবেশ নিয়ন্ত্রণ করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। প্রস্তাবিত ভিশন-২০৩০-এর অংশ হিসেবে সৌদি আরব তাদের শ্রমবাজারে দক্ষতা নিশ্চিত করতে চায়।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, সৌদি আরবে বর্তমানে প্রায় ২৪ লাখ ভারতীয় কর্মরত আছেন। এর মধ্যে ১৭ লাখ ব্যক্তি বেসরকারি খাতে কাজ করেন এবং ৭ লাখ ৮৫ হাজার গৃহকর্মী হিসেবে নিয়োজিত। ভারতীয়রা সৌদির শ্রমবাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও, অভিযোগ রয়েছে যে, তারা অনেক সময় পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়াই সেখানে কাজ করতে যান।
অন্যদিকে, সৌদি আরব ভারতীয় কর্মীদের দক্ষতা যাচাইয়ের জন্য যথেষ্ট টেস্ট সেন্টার স্থাপন করেনি। এর ফলে অনেক কর্মী কাজের প্রাথমিক যোগ্যতা থাকা সত্ত্বেও যাচাই প্রক্রিয়ার জটিলতার মুখোমুখি হচ্ছেন।
সৌদির নতুন এই নিয়ম তাদের শ্রমবাজারের মান উন্নত করতে এবং দক্ষ কর্মী নিয়োগ নিশ্চিত করতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি ভারতীয় কর্মীদের জন্য নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। দক্ষতা যাচাইয়ের প্রক্রিয়া সহজ করতে সৌদির উচিত পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র ও টেস্ট সেন্টার স্থাপন করা।
এই পরিবর্তন সৌদি আরব এবং ভারতীয় কর্মীদের জন্য একটি নতুন বাস্তবতার সূচনা করছে, যেখানে দক্ষতা এবং মানই হবে ভিসা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু।