১৫ জানুয়ারি বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যায় ইজরায়েল ও হামাস যুদ্ধ বিরতি চুক্তিতে পৌঁছেছে। গত ১৫ মাস ধরে এই যুদ্ধ সংঘাত চলে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বিষয়ে কথা বলেছেন। ট্রাম্পের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে বলেন যুদ্ধে জিম্মি হওয়া ব্যক্তিরা অতি শীঘ্রই মুক্তি পাবে তারা এ বিষয়টি একটি চুক্তিতে পৌঁছেছে।
আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেওয়া হয়নি যুদ্ধ বিরতির ব্যাপারে। রয়টার্স সংবাদ মাধ্যম থেকে জানা যায় এ চুক্তিতে ছয়টি ধাপ রয়েছে। হামাস প্রথম ধাপে ৩৩ জন বন্দিকে মুক্তি দিবে।
যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সি বি এস নিউজ থেকে জানা যায় একটা যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরাইল। পর্যায়ক্রমে ফিলিস্তিনি বন্দি ও ইসরাইলী জিম্মিদের হবে চুক্তি অনুযায়ী।
টাইমস অব ইসরাইল কে একজন বড় আরব কূটনৈতিক জানিয়েছেন যে চুক্তির ব্যাপারে খুব তাড়াতাড়ি মিশর কাতার ও যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি প্রদান করবেন।
দোহায় একটি সংবাদ সম্মেলন করবেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানী এবং চুক্তির ব্যাপারে বিস্তারিত তথ্য প্রদান করবেন।
ফিলিস্তিনের স্বাধীনতা পন্থী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের কথা জানিয়েছেন। আল জাজিরার তথ্য মতে জানা যায় হামাস চুক্তি অনুমোদন নিশ্চিত করেছেন। কিন্তু এখনো কোনো ঘোষণা আসেনি ইসরাইলের পক্ষ থেকে।
তবে তাদের আলোচনা প্রত্যক্ষভাবে হচ্ছে না পরোক্ষভাবে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও কাতার এর কর্মকর্তারা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। এই চুক্তি ইতিবাচক প্রভাব পর ফেলবে এমনটাই আশা করা যায়।