নৃশংস দুটি হামলার দায়ে অভিযুক্ত দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। গত বছরের নভেম্বরে একই সপ্তাহের মধ্যে পৃথক দুটি হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করলো দেশটি। সোমবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলেন ৬২ বছর বয়সী ফ্যান ওয়েইকিউ এবং ২১ বছর বয়সী জু জিয়াজিন।
এতে বলা হয়, ২০২৪ সালের নভেম্বরে, একটি স্টেডিয়ামের বাইরে ব্যায়ামরত মানুষের ওপর গাড়ি উঠিয়ে দেন ওয়েইকিউ। এতে ঘটনাস্থলেই ৩৫ জনের মৃত্যু হয়। এছাড়া আহত হন আরও বেশ কয়েকজন। বলা হচ্ছে গত কয়েক দশকের মধ্যে চীনের মাটিতে এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।
এ ঘটনার কয়েক দিন পর জু জিয়াজিন নামের ওই ব্যক্তি দেশটির পূর্বাঞ্চলীয় উক্সি শহরের নিজ বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে আটজনকে হত্যা করেন। তার হামলায় আহত হন আরও ১৭ জন।
প্রাশাসন জানিয়েছে বিবাহবিচ্ছেদের ফলে সম্পদের ভাগাভাগি নিয়ে ‘অসন্তুষ্ট’ হয়ে গাড়ি হামলা চালান ওয়েইকিউ নামের ওই ব্যক্তি। অন্যদিকে পরীক্ষায় বাজে ফলাফলের জন্য ডিপ্লোমা অর্জনে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালান জু।
১১ নভেম্বর আটক হন ফ্যান ওয়েইকিউ। হামলার পর আত্মহত্যার চেষ্টা করছিলেন তিনি। সেসময় তাকে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ডিসেম্বরে ‘জননিরাপত্তা বিপন্ন’ করায় ওয়েইকিউকে দোষী সাব্যস্ত করেন আদালত।
হামলার পদ্ধতিকে অত্যন্ত নিষ্ঠুর বলে বর্ণনা করেছেন বিচারক। এরপর আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। যার এক মাসেরও কম সময়ের মধ্যে সোমবার ওয়েইকিউর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।