নিজেকে কখনো সাংবাদিক বা প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা

নিজেকে কখনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনো সাংবাদিক বা প্রধান উপদেষ্টার সাবেক সহকর্মী হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে শাহ কামাল খান ওরফে কামাল খানের (৪৬) বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, তিনি বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করতেন। শনিবার ডেমরা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

ডেমরা থানার তথ্যানুযায়ী, ট্রাফিক ডেমরা অঞ্চলের পুলিশ পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ ১৬ জানুয়ারি রানীমহল এলাকায় সরকারি দায়িত্ব পালন করছিলেন। এ সময় কামাল খান ফোনে যোগাযোগ করে নিজেকে কখনো প্রধান উপদেষ্টার প্রাক্তন সহকর্মী, কখনো সাংবাদিক বা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচয় দেন। ফোনালাপে তিনি ১০ হাজার টাকা চাঁদা চান এবং টাকা না দিলে আইজিপি কমপ্লেইন সেল ও স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে হয়রানির হুমকি দেন।

গতকাল শনিবার কৌশলে ডেমরার মাতুয়াইল ইউলুপ এলাকায় কামালকে ডেকে এনে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরিদর্শক জি এম মুসা কালিমুল্লাহ এই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

বিদ্যুৎকেন্দ্রের ৩ কোটি টাকার তেল ডাকাতি হয়েছে জাহাজ থেকে, গ্রেফতার আট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *