পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তন সংক্রান্ত একটি সিদ্ধান্ত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে চূড়ান্ত করা হয়েছে। এই পোশাক পরিবর্তন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।
সোমবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে জানান, “স্বভাব, চরিত্র, খাসলত পরিবর্তন না করে পোশাক পরিবর্তনে কোনো লাভ নেই। সমস্যা পোশাকে নয়, পুরো সিস্টেমে।”
এর আগে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের বিষয়ে বিস্তারিত জানান। তিনি বলেন, “এই বাহিনীগুলোর সদস্যদের মানসিকতা পরিবর্তন করতে পোশাকের পরিবর্তন করা হচ্ছে। মনোবল বৃদ্ধি এবং দুর্নীতিরোধসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে।”
নতুন পোশাক পরিবর্তনের জন্য বড় ধরনের অর্থের প্রয়োজন হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ ধরনের কিছু হবে না। নিয়মিত এসব বাহিনীর সদস্যদের নতুন পোশাক তৈরি হচ্ছে এবং তা ধীরে ধীরে পরিবর্তিত হবে। এর জন্য অতিরিক্ত কোনো অর্থের প্রয়োজন হবে না।”
ইত্তেফাক/এটিএন