বিদ্যুৎকেন্দ্রের ৩ কোটি টাকার তেল ডাকাতি হয়েছে জাহাজ থেকে, গ্রেফতার আট

বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি তেল পরিবহনের একটি জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে, যেখানে ৩৬০ মেট্রিক টন ফার্নেস তেল লুট করা হয়। এ ঘটনায় নৌ পুলিশ আটজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের চৌহালী থানার চর সলিমাবাদ ভূতের মোড় এলাকায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া তেলের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে জানা গেছে।

মুন্সিগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ১০ জানুয়ারির ঘটনায় জাহাজ ডাকাতি সংঘটিত হয়। সেই ঘটনার পর থেকেই নৌ পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসছে। শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েকজনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন মো. ইসমাইল ব্যাপারী, মো. আমজাদ হোসেন তপু, মো. ফেরদৌস ফরাজী, মো. রিয়াজ হোসেন, মো. সুমন মিয়া, মো. ইউসুফ মিয়া, মো. অনিক মিয়া এবং মো. রানা।

রোববার দুপুরে গুলশানে অবস্থিত পুলিশ প্লাজার নৌ পুলিশের সদর দপ্তরে সংবাদ সম্মেলনে উপমহাপরিদর্শক মিজানুর রহমান তথ্য উপস্থাপন করেন। তিনি জানান, রাজনৈতিক পরিবর্তনের পর নৌপথ অস্থিতিশীল করতে একাধিক ডাকাত দল সক্রিয় হয়ে উঠেছে। নারায়ণগঞ্জের মদনগঞ্জ থেকে ১০ জানুয়ারি ওটি বিন জামান-১ নামের তেলের ট্যাংকার ৩৬০ মেট্রিক টন ফার্নেস তেল নিয়ে গাজীপুরের কড্ডা বিদ্যুৎকেন্দ্রের দিকে রওনা হয়, যার আনুমানিক মূল্য তিন কোটি টাকা।

মুন্সিগঞ্জ সদর থানার চর মুক্তারপুর এলাকায়, শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে পৌঁছানোর পর, বাল্কহেডে থাকা ডাকাতেরা দেশীয় অস্ত্র দেখিয়ে জাহাজ দখল করে নেয়। এরপর তেল লুট করে তারা পালিয়ে যায়।

ডাকাতির ঘটনায় নৌ পুলিশ অভিযান চালিয়ে এমভি ভূঁইয়া নামের একটি বাল্কহেড, তেল খালাসে ব্যবহৃত দুটি পাইপ এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

জীবনের মান হারাচ্ছে যেসব অভ্যাস, এখনই ত্যাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *