ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী সুদানের নারী গ্রেপ্তার

 

ফেনীর পরশুরামের ভারত সীমান্তবর্তী নিজকালিকাপুর এলাকা থেকে সুদানের এক নারীকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৯ জানুয়ারি) গভীর রাতে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

আটক নারীর নাম ইসলাম আবদেল রাহিম (৩৬)। তার পিতার নাম আবদেল রাহিম এবং স্বামীর নাম মোহাম্মদ হামদ। পাসপোর্টের তথ্য অনুযায়ী, তিনি সুদানের কার্টাম বেরি এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, ইসলাম আবদেল রাহিমকে পূর্ব নিজকালিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবি সদস্যদের একটি টহল দল গ্রেপ্তার করে। তার কাছ থেকে বেশ কিছু ইউএস ডলার, ভারতীয় রুপি, মুঠোফোন, পোশাক এবং দুটি ব্যাগ জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারী জানিয়েছে, তিনি সুদান থেকে ভারতে এসে কয়েকদিন অবস্থান করেন এবং পরে দালালের মাধ্যমে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেন। প্রথমে ব্যর্থ হলেও অবশেষে ফেনীর পরশুরামের নিজকালিকাপুর সীমান্ত দিয়ে রাতের আঁধারে তিনি বাংলাদেশে ঢোকেন। আটক নারীর কাছ থেকে কোনো পাসপোর্ট পাওয়া না গেলেও তার মুঠোফোনে পাসপোর্টের একটি ছবি পাওয়া গেছে।

বিজিবি-৪ ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, সুদানের ওই নারীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার (২০ জানুয়ারি) সকালে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও বলেন, এর আগে পরশুরাম সীমান্তে ৭ নভেম্বর ইথিওপিয়ার এক নাগরিক এবং ২৯ ডিসেম্বর নাইজেরিয়ার এক নাগরিককে গ্রেপ্তার করা হয়। ভারত ও বাংলাদেশের কিছু মানব পাচার চক্র সীমান্তে এই পাচার কার্যক্রমে যুক্ত রয়েছে।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিজিবির অভিযানে আটক সুদানের নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে।

ইত্তেফাক/এএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *