শেখ হাসিনাকে ভারত থেকে তাড়ানোর দাবি শিব সেনা নেতার

মহারাষ্ট্র ভারত রাজ্যর শহর মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলায় ঘটনায় উত্তেজনা শুরু হয়েছে। ঘটনার অভিযুক্ত ব্যাক্তিকে আটক করলেও বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করা করছে বলে জানা যায়। সঞ্জয় রাউত বলে সব বাংলাদেশীকে তাড়ানো উচিৎ। এবং এটা শেখ হাসিনা কে দিয়ে শুরু করা হোক,যিনি গণআন্দোলনের মুখ পড়ে প্রদানমন্ত্রী পদ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।

ভারতের বার্তাসংস্থা সোমবার (২০ জানুয়ারী) এএনআই – এর করা একটি প্রতিবেদনে জানায় সাইফ আলী খানের উপর হামলা করা ব্যাক্তি কে বাংলাদেশী বলে অভিযুক্ত করে বলে মুম্বাইয়ে পুলিশ নিশ্চিত করার পর কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন সঞ্জয় রাউত

সঞ্জয় রাউত আরো বলেন সত্যিই যদি অভিযুক্ত বাংলাদেশী হয় কিংবা রোহিঙ্গা ভারতে প্রবেশ করে অরাজকতা সৃষ্টি করে এর দায় ভার স্বরাষ্ট্রমন্ত্রী নিবে,তাই অমিত শাহের পদত্যাগ করা উচিৎ বলে মনে করি। তিনি আরো বলেন বিজিবি জনগণকে আঙ্কীত করছে,ভয় দেখাচ্ছে এবং মুম্বাই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক নাটকীয়তা তৈরী করছে।

আমরা যখন বাংলাদেশ কিংবা আভিবাসীদের নিয়ে কথা বলতে চাই তখন বিজিবি বাঁধা সৃষ্টি করে আন্তর্জাতিক সম্পের্কর অজুহাত দেয়। তিনি আরো বলে বিজিবি আগে কারিনা কাপুর ও সাইফ আলী খানের বিয়ে নিয়েও তত্ব তুলেছিলো। এখন হামলায় তারা মায়া কান্না করছে অথচ সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর নিয়েও তারা নিন্দা করেছে।

গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ের বান্দ্রায় সাইফ আলী খানের উপর ছুরিকাঘাতের হামলা করা হয় এতে তার মেরুদণ্ডের আঘাত লাগে। যা গুরুতর বলে যানা যায়। মোহাম্মাদ শরিফুল ইসলাম অভিযুক্তকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক এবং ঝালকাঠির জেলার বাসিন্দা বলে দাবি করে। সঞ্জয় রাউত এর এমন মন্তব্য ভরত ও বাংলাদেশের সম্পর্কে নতুন চাপ সৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *