ইরানে সামরিক বিমান বিধ্বস্ত:আহত ২

হামাদান প্রদেশের কাবুদারাহাং শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ’র বরাত দিয়ে এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,বিমান দুর্ঘটনাটি স্থানীয় সময় বুধবার সকাল সাড়ে ১০টায় ঘটেছে।

হামাদানের গভর্নরের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপ-প্রশাসক এসব তথ্য নিশ্চিত করে বলেন, সৌভাগ্যক্রমে বিমান বিধ্বস্ত হওয়ার আগে দুই পাইলটই নিজেদের রক্ষা করতে সক্ষম হন।

তথ্য সূত্রে জানা গেছে, দুজন পাইলট সামান্য আহত হয়েছেন এবং চিকিৎসার জন্য তাদের মেডিকেল সেন্টারে নেয়া হয়েছে।

উল্লেখ্য, কাবুদারাহাং শহরটি হামাদান প্রদেশের কেন্দ্র থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *