আদাবরে এবং মোহাম্মদপুরে ১০ ছিনতাইকারী গ্রেফতার

মোহাম্মদপুর এবং আদাবর থানার এলাকায় বিশেষ অভিযানে র‌্যাব-২ মোট ১০ জন ছিনতাইকারীকে আটক করেছে। শুক্রবার রাতের এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২–এর মিডিয়া শাখার সহকারী পরিচালক খান আসিফ তপু, যা প্রথম আলোকে জানানো হয়।

আটককৃতরা হলেন: অপরাজিত আহমেদ অমিত (২২), মো. মাসুম (৩৪), মো. চনু মিয়া (২৮), মেহেদী (২৮), মো. মাইনুদ্দিন (২২), মো. শরীফ (৩০), মো. মইন আলী (২০), মো. শাহিন (২৭), মো. ইব্রাহিম খলিল (২২) এবং আকাশ (১৯)।

র‌্যাব-২ জানিয়েছে, গোপন সূত্রে তারা খবর পায় যে সংঘবদ্ধ একদল ছিনতাইকারী রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাইয়ের জন্য দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নিচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি সামুরা, একটি চাপাতি এবং সাতটি চাকুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের মধ্যে মেহেদীর বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

র‌্যাবের তথ্যমতে, জিজ্ঞাসাবাদে মেহেদী জানান, সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতার মামলা রয়েছে। তাঁরা রাজধানীর বিভিন্ন স্থানে পথচারীদের ভয় দেখিয়ে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ মূল্যবান সামগ্রী ছিনতাই করতেন।

ঢাকার মিরপুরে পোশাককর্মী খুন হয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *