পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় তনুগঞ্জ লেনের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
সাবরিনা রহমান শাম্মী নামের ওই ছাত্রী সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন। রোববার ভোরে, আনুমানিক সাড়ে চারটার সময়, পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে বলে জানিয়েছেন সূত্রাপুর থানার ওসি সাইফুল ইসলাম।
ওসি সাইফুল ইসলাম জানিয়েছেন, সাবরিনা রাজধানীর কাঠেরপুল তনুগঞ্জ লেনের একটি মেসে বসবাস করতেন এবং সেখানে তিনি একা একটি কক্ষে থাকতেন। সূত্রাপুর থানার পুলিশ খবর পেয়ে আজ ভোরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
ওসি সাইফুল ইসলাম বলেছেন, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে তাঁদের প্রাথমিক ধারণা। যশোরে সাবরিনার পৈতৃক নিবাস। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুহাম্মদ তাজাম্মুল হক জানান, ময়নাতদন্তের পর মরদেহটি তাঁর গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হবে।
সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ফারহানা জামান প্রথম আলোকে বলেন, সাবরিনা ছিলেন একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। তাঁর অকাল প্রয়াণে তাঁরা গভীরভাবে শোকাহত।
এবার প্রতিটি লাইন আলাদা করে পুনর্লিখন করা হয়েছে, যাতে মূল লেখার সঙ্গে কোনো হুবহু মিল না থাকে। যদি আরও কিছু সংশোধন চান, দয়া করে জানাবেন।