উত্তর গাজায় ইসরায়েলি সাবেক সেনা জেনারেল একটি কৌশল প্রস্তাব করেছেন, যেখানে ‘আত্মসমর্পণ অথবা অনাহার’কে প্রধান অস্ত্র হিসেবে দেখা হচ্ছে। তিনি বলেছেন, “যুদ্ধ খুবই খারাপভাবে শেষ হয়েছে, এবং আমরা এখন হামাসের দয়ার ওপর নির্ভর করছি।”
ইসরায়েলি আর্মি রেডিওকে দেয়া সাক্ষাৎকারে জেনারেল জিওরা এইল্যান্ড বলেন, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরে গেছে। তিনি মনে করেন, নেটজারিম করিডোর খুলে দেয়ার পর ইসরায়েল হামাসের ওপর যে প্রভাব বিস্তার করেছিল, তা এখন আর নেই। তিনি আরও যোগ করেন, যুদ্ধ পুনরায় শুরু হলেও ইসরায়েলী বাহিনী আর সেই প্রভাব পুনরুদ্ধার করতে পারবে না।
এই জেনারেল উল্লেখ করেন যে, ইসরায়েল হামাসকে ধ্বংস করা, তাদের শাসন থেকে সরানো, অথবা বন্দী শতাধিক ব্যক্তিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ঘোষিত যুদ্ধে সবই ব্যর্থ হয়েছে। অন্যদিকে, হামাস তাদের সমস্ত দাবি পূর্ণ করেছে বলে তিনি মন্তব্য করেন।
জিওরা এইল্যান্ড ‘জেনারেলদের পরিকল্পনা’ শীর্ষক একটি প্রস্তাবের প্রধান লেখক, যেখানে উত্তর গাজাকে ‘বদ্ধ সামরিক অঞ্চল’ ঘোষণা, মানবিক সহায়তা বন্ধ করে দেয়া এবং সেখানে বেঁচে থাকা যেকোনো ব্যক্তিকে যোদ্ধা হিসেবে বিবেচনা করার আহ্বান করা হয়েছিল। সম্প্রতি এই পরিকল্পনাটি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারের কাছে উপস্থাপন করা হয়েছে।
ইত্তেফাক/এসকে