রাশিয়ার অত্যাধুনিক ‘সু-৩৫’ যুদ্ধবিমান কিনল ইরান

 

সামরিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে রাশিয়ার কাছ থেকে সুখোই সু-৩৫ মডেলের অত্যাধুনিক যুদ্ধবিমান কিনেছে ইরান। খাতাম-ওল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আলী শাদমানি সোমবার (২৭ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। তবে, যুদ্ধবিমানগুলো ইতিমধ্যেই ইরানে সরবরাহ করা হয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি শাদমানি। তিনি বলেন, “সামরিক সরঞ্জামের উৎপাদন বেড়েছে, পুরনো সিস্টেমগুলো অবসরে পাঠানো হচ্ছে এবং আধুনিক ও আপডেটেড সিস্টেমগুলো প্রতিস্থাপন করা হচ্ছে।” তিনি আরও জানান, “যখনই প্রয়োজন হবে, আমরা আমাদের বিমান, স্থল ও নৌবাহিনী শক্তিশালী করার জন্য সামরিক সিস্টেম ক্রয় করি।”

এর আগে ২০২৩ সালে ইরান রাশিয়া থেকে সুখোই-৩৫ যুদ্ধবিমান কেনার ঘোষণা দিয়েছিল। চলতি মাসের শুরুতে ইরান এবং রাশিয়া একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে, যা দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

ইত্তেফাক/এসকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *